কয়রা প্রতিবেদক,মোক্তার হোসেন।২৮ অক্টোবর। বৃহস্পতিবার। দক্ষিণ খুলনার কয়রা উপজেলার ঐতিহ্যবাহী ঘুগরাকাটী ফাজিল ডিগ্রী মাদ্রাসার উদ্যোগে অত্র মাদ্রাসার মেধাবী ছাত্রী হাবিবা সুলতানা টুনি ও তার বাবা-মাকে
হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা ৭২ ঘন্টা আল্টিমেটাল দিয়ে হত্যাকারীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানায়। নিহত হাবিবা সুলতানা টুনি ঘুগরাকাটী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিল।
উল্লেখ্য,গত ২৫ অক্টোবর গভীর রাতে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা মা ও মেয়েকে পুকুরে ভাসিয়ে দেয়। স্হানীয়রা খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে
গিয়ে নিহতদের লাশ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
ঘটনাটি ঘটেছিল কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামে। গত কাল লাশ দাফনের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন ও পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার করতে না পারায়, এই মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তাদের সহপাঠী হাবিবা সুলতানা টুনি হত্যাকারীদের ফাঁসির দাবি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধন পালিত হয়েছে।
তাদের একটাই দাবী ফাঁসি চাই। নানা রঙের
ব্যানারে ও লিফলেটে শত শত শিক্ষার্থীদের হাতে
ফাঁসি চাই কথাটি লেখা দেখা গেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর হোসেন, মাদ্রাসার সহ সভাপতি মাওলানা ওসমান গনি,অধ্যাপক মাওলানা সুজাউদ্দিন,মাওলানা আশরাফুল আলম, মাওলানা রফিকুল ইসলাম, ইংরেজি
অধ্যাপক শরীফ উদ্দীন।
মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পল্লী টিভি চ্যানেলের সাংবাদিক সাইদুল ইসলাম ও নজরুল ইসলাম, আজকের নতুন সংবাদ পত্রিকার সাংবাদিক রিয়াজুল আকবর, সাংবাদিক শাহ হিরো, সাংবাদিক ফয়সাল,
ও দৈনিক মানবাধিকার সংবাদ পত্রিকার সাংবাদিক, দৈনিক বাংলার আলো ও সকালের খবর ডটকম প্রতিনিধি এবং দৈনিক তথ্য পত্রিকার প্রতিবেদক মোক্তার হোসেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত