এ কে আজাদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা-৬ সংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন সুশিক্ষায় শিক্ষিত হতে না পারলে মেধাশুন্য হবে। তাই' সকল শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কপিলমুনি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন। কলেজের সভাপতি পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে এ সময় তিনি আরো বলেন, সময়ের ব্যবধানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে আজ প্রভুত উন্নয়ন হচ্ছে। এখন গ্রাম পর্যায়ে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। কিন্তু আমরা যখন পড়েছি তখন বিদ্যুৎ ছিল না। স্বস্থ্য সম্মত পায়খানা ছিল না। তার পরও আমাদের লক্ষ ছিল বড় হওয়ার। এই অজ পাড়া গাঁয়ের সন্তান তপন বাবু এখন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হিসাবে দ্বায়িত্ব পালন করছেন। তাই পড়াশোনা করে সুশিক্ষা গ্রহণ একমাত্র ভাল একটা জাতি উপহার দিতে পারে।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতাকালে বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের সচিব তপন কান্তি ঘোষ বলেন, আমি মনে করি কপিলমুনি কলেজ থেকে শুধু ৩০ শিক্ষার্থী নয়, আরো বেশী শিক্ষার্থী তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে সুনাম অর্জন করবে। তিনি বলেন, পিতা যে পেশায় যুক্ত থাকুক না কেন তার সন্তান যদি সুশিক্ষা গ্রহণ করতে পারে তাহলে তার পেশা অবহেলিত থাকে না।
এ সময় অারো বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইকবাল মন্টু, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রবীন ব্যাক্তিত্ব আলহাজ্ব মোঃ এরফান আলী মোড়ল, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যাপক মোঃ মঈনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কপিলমুনি কলেজ অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহ বাহার। সংবর্ধিত ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, প্রিয়ম সাধু পল্লব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবু সাঈদ ও গীতা পাঠ করেন পরিমল সাধু।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত