এ কে আজাদ, পাইকগাছাঃ দূবৃর্ত্তরা নালা কেটে বিষাক্ত পানি পুকুরে প্রয়োগে প্রায় ৫ লক্ষ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে কপিলমুনির পার্শ্ববর্তী সাতক্ষীরার তালায় উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে ।
ভুক্তভোগী তালা উপজেলার রায়পুর গ্রামের মৃত মন্দ্রিনাথ ঘোষের ছেলে সন্তোষ ঘোষ জানান, সে দীর্ঘদিন ধরে দু’টি পুকুরসহ সাড়ে চারবিঘা জমিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছে। মাছগুলো কিছুদিন পরেই বিক্রি করা যেত। কিন্তু শুক্রবার বিকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মান্নান সরদারের ছেলে হাসান সরদার ও আলমগীর সরদার গংরা জোরপূর্বকভাবে তাদের জমিতে থাকা পঁচা আবজনা ও বিষাক্ত পানি সরাতে নালা কেটে আমার পুকুরে প্রয়োগে করে। এর পর রাত থেকে রুই, কাতলা, মৃগেলহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে ভেসে উঠে। এতে তার প্রায় ৫লাখ টাকার মাছ মারা গেছে। তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত