মোংলা প্রতিনিধি : হঠাৎ করে যেন শীত জেঁকে বসে মোংলাসহ সংলগ্ন সাগর ও সুন্দরবন উপকূলে। শীতের প্রকোপ বেড়েছে, তারমধ্যে বইছে বাতাসও। তাই প্রচন্ড শীতে এখানকার জনজীবনে জুবুথুবু অবস্থার সৃষ্টি হয়েছে।
গত দু' তিনদিন ধরে শীতের প্রকোপ আগের তুলনায় বেড়েছে। এতে শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন বস্তিতে বসবাসকারী নিতান্ত দরিদ্র শ্রেণী পেশার লোকজন। শীতে গরম কাপড় কেনার সামর্থ্য না থাকলেও তারা চেয়ে থাকেন ত্রাণের (কম্বল সহায়তা) দিকে। অথচ এখনও পর্যন্ত তারা পাননি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোন কম্বল সহায়তাও। তা নিয়ে ক্ষুদ্ধ এসব শীতার্ত মানুষেরা।
ভ্যান চালক মোঃ খলিলুর রহমান ও মামুন বলেন, প্রচন্ড শীত পড়ছে এখনও কেউ একটা কম্বল দেয়নি। দিন এনে দিন খাই ভাল একটা কম্বল কেনার সামর্থ্য নাই।
শহরের বস্তি এলাকার মোঃ সেলিম ও রহিমা বেগম বলেন, প্রতি বছর শীত আসলেই বিভিন্ন লোক কম্বল নিয়ে আসতো। এখন পর্যন্ত কেই একটা কম্বল দিলোনা। শীতে তারা খুব কষ্টে আছেন।
শুক্রবার (১২ জানুয়ারী) সন্ধ্যার পর পৌর শহরের ট্রেডার্স রোড, শ্রমকল্যাণ রোড, বালুরমাঠসহ বস্তির লোকজনে দেখা গেছে আগুন জ্বালীয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম বলেন, সংসদ নির্বাচনের জন্য সবাই ব্যস্ত ছিলাম। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতি বছরের মতো দরিদ্রের এবারও কম্বল দেওয়া হবে। দু' একদিনের মধ্যে হত দরিদ্রের কাছে সেই কম্বল পৌঁছে দেওয়া হবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত