২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৪:২৮

শিরোনাম
খুলনার ৬ টি আসনে জয়ী নৌকার প্রার্থীরা বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে নৌবাহিনী মোতায়েন ভোটারদের হুমকি দিচ্ছে এমপি সালাম মুর্শিদীর লোকের, অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর ভারতীয় ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে নৌপ্রধানের সাক্ষাৎ বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন ও বীর বিক্রম শহিদ মহিবুল্লাহর শাহাদত বার্ষিকী পালন রূপসা প্রেসক্লাবের উদ্যোগে বীর ‍মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নৌবাহিনীর ৬৭১ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত আমরা একবারও বলিনি তফসিল পেছানোর কথা : ইসি আহসান হাবিব শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান

আমরা অবসরপ্রাপ্ত নাবিক আন্তঃজোনের সপ্তম বর্ষের পুনর্মিলনী অনুষ্ঠান

প্রকাশিত: মার্চ ১১, ২০২২

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ আমরা অবসরপ্রাপ্ত নাবিক (বাংলাদেশ নৌ বাহিনী) আন্তঃজোনের সপ্তম বর্ষের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ঢাকায় দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠান। চতুর্থ বারের মতো সারাদেশ থেকে প্রায় তিনশতাধিক বিভিন্ন পদবীর অবসরপ্রাপ্ত নৌসদস্য এ মিলন মেলায় অংশ গ্রহন করেন।
সকাল নয়টায় পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ঢাকা জোনের সভাপতি ও মিলন মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক জনাব কামরুল ইসলাম সাবু স্বাগত ভাষন প্রদান করেন।
২০১৫ হতে সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব জয়নাল আবেদিন, পেটি অফিসার (মেডিক্যাল) ফেসবুকভিত্তিক গ্রুপ গড়ে তোলার মাধ্যমে প্রথমে এ সংগঠনের শুরু হয়। পরবর্তীতে সারা দেশে জেলা সমূহকে নয় জোনের আওতায় বিভক্ত করে সংগঠনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

কর্ম জীবনের হারিয়ে যাওয়া সহকর্মীদের বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই মিলন মেলার মাধ্যমে।
বেলা দুইটায় জুম্মা নামাজের বিরতির পর মধ্যহ্ন ভোজে শেষে সংগঠনে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন জোনের নেতৃবৃন্দদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর র‌্যাফেল ড্র-র পুরষ্কার বিতরণ শেষে আন্তঃজোন চিফ এডমিন জনাব খন্দকার আব্দুল মান্নান মিলন মেলার সমাপ্তি ঘোষনা করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন