নিজস্ব প্রতিবেদকঃ আমরা অবসরপ্রাপ্ত নাবিক (বাংলাদেশ নৌ বাহিনী) আন্তঃজোনের সপ্তম বর্ষের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ঢাকায় দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠান। চতুর্থ বারের মতো সারাদেশ থেকে প্রায় তিনশতাধিক বিভিন্ন পদবীর অবসরপ্রাপ্ত নৌসদস্য এ মিলন মেলায় অংশ গ্রহন করেন।
সকাল নয়টায় পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ঢাকা জোনের সভাপতি ও মিলন মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক জনাব কামরুল ইসলাম সাবু স্বাগত ভাষন প্রদান করেন।
২০১৫ হতে সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব জয়নাল আবেদিন, পেটি অফিসার (মেডিক্যাল) ফেসবুকভিত্তিক গ্রুপ গড়ে তোলার মাধ্যমে প্রথমে এ সংগঠনের শুরু হয়। পরবর্তীতে সারা দেশে জেলা সমূহকে নয় জোনের আওতায় বিভক্ত করে সংগঠনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
কর্ম জীবনের হারিয়ে যাওয়া সহকর্মীদের বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই মিলন মেলার মাধ্যমে।
বেলা দুইটায় জুম্মা নামাজের বিরতির পর মধ্যহ্ন ভোজে শেষে সংগঠনে বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন জোনের নেতৃবৃন্দদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর র্যাফেল ড্র-র পুরষ্কার বিতরণ শেষে আন্তঃজোন চিফ এডমিন জনাব খন্দকার আব্দুল মান্নান মিলন মেলার সমাপ্তি ঘোষনা করেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত