তথ্য প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, দ্রুত একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করবে। অবশ্যই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে।
আজ বৃহস্পতিবার খুলনা মহানগর ও জেলা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, আগস্টে শেখ হাসিনার পতনের পর জাতি সে প্রত্যাশা করেছিল সে প্রত্যাশা এখানো পূরণ হয়নি। শেখ হানিসার অনুসারিরা এখনো বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তাদের আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দেশের মাটিতে হতে হবে।
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে অনুষ্ঠিত সভায় বিএনপিসহ যুবদল, কৃষকদল, ছাত্রদল ও সেচ্ছাবকদলের জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বক্তৃতা করেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব হাসান খান, যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু হাসান মোঃ ইয়াহিয়া, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত