সারাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘট ডাকা হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট শুরু হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে গণপরিবহন বন্ধ রাখার এ ইঙ্গিত দেয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
সংগঠনের মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ জানান, জ্বালানির দাম বাড়ানোয় বিভিন্ন জেলার পরিবহন মালিকেরা বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে কেন্দ্রীয়ভাবে তাদের কিছু করার নেই বলেও জানান তিনি।
এর আগে, বুধবার (৩ নভেম্বর) রাত ১০টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে ৮০ টাকা করার কথা জানানো হয়। ৪ নভেম্বর রাত ১২টা থেকে জ্বালানি তেলের নতুন এই দাম কার্যকর হবে বলেও মন্ত্রণালয়টির পক্ষ থেকে জানানো হয়।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত