আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারী সমাবেশ, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ এবং শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারী) আশাশুনি উপজেলা পরিষদে ও প্রতাপনগর ইউনিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ১২ তারিখে সবাই ভোট দিতে যাবেন, নিরাপত্তার ব্যাবস্থা আমরা করেছি।
অধিকার আদায়ের চাবি এখন আপনার হাতে। হ্যাঁ ভোট দিয়ে নিজেদের অধিকার আদায় করুন।আমাদের প্রশাসনিক দিক দিয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।এই নির্বাচনে সেনাবাহিনী,পুলিশ, বিজিবি, র্যাব সহ সকল বাহিনী কড়া ভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া তিনি গণভোটে 'হ্যা' ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এএসপি (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ প্রমুখ। অনুষ্ঠানে ইএসডিও, বাংলাদেশ ন্যাজারিন মিশন, রূপান্তর এনজিও বিভিন্ন উপকরণ বিতরণ করে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী অসহায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। এরআগে প্রধান অতিথি অফিসার্স ক্লাবের সামনে শিশুদের বিনোদনের জন্য "কচি কাঁচার মেলা" নামে বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তিনি বড়দলে আরও প্লান্ট উদ্বোধন এবং প্রতাপনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক নারী সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন।
সবশেষে আশাশুনিতে ফিরে নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাচিতদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত