২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৫:৫৩

৩৬ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদকঃ

সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ৩৬ কেজি হরিণের মাংসসহ মো. আজিজুল গাজী (৩৮) নামে এক শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (১২ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দাকোপ উপজেলার বানিয়াশান্তা এলাকা থেকে তাকেক আটক করা হয়েছে।
আটক আজিজুলের মোটরসাইকেলের পেছনে থাকা বস্তা থেকে ৩৬ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। জব্দ মাংসসহ তাকে সুন্দরবন বন বিভাগের ডাংমারি ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
আটক আজিজুল খুলনা জেলার দাকোপ থানার আমতলা গ্রামের বাসিন্দা।
কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংসহ আজিজুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জব্দ হরিণের মাংস এবং আটক ব্যক্তিকে বন্যপ্রাণী হত্যা ও বিক্রির অপরাধে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে ডাংমারি ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন