মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা বুধবার রাতে এক অভিযান চালিয়ে ৩৭৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার সহ সবুজ হাসান (২৩)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সবুজ হাসান যশোর ঝিকরগাছা থানার সোনাকুড় গ্রামের তবিবুর রহমানের ছেলে।
ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান অদ্য ১৩/১/২১ তারিখ রাত্রীবেলা বাগ আঁচড়া তদন্ত কেন্দ্র এলাকাধীন জামতলা-বালুন্ডা পাঁকা রাস্তার জামতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ সবুজ হাসান(২৩) পিতা মোঃ তবিবুর রহমান সাং সোনাকুড় ময়রাপাড়া থানা ঝিকরগাছা জেলা যশোরকে ৩৭৫ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কার সহ আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৩/০১/২০২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩
মন্তব্য করুন