বঙ্গকবি ফরীদ আহমাদ
চিনতে আমায় ভুল করেছো
ভুল ভেবেছো ফুলকে,
মূল ভেবে তাই ধরলে শাখা
শাখা তো নয় চুলকে!
ভাবছো কাকে বন্ধু আসল
রঙ করা পুতুলকে?
নয় তো কি গো ভাবছো তুমি
মরণব্যধী শ্যূলকে!
মারলে ছুঁড়ে অনেক দূরে
নাকের-ই নাকফুলকে!
নাকটা তোমার যাবেই ছিঁড়ে
পড়লে কানের দুলকে!
বন্ধু তুমি- ভাঙলে মোদের
প্রেম নদীর দু’কূলকে!
তোমার-আমার মাঝে দেবে
এই ভুলের মাশুল কে..?
আমি ছাড়া কে বলো আর-
শোধরাবে এই ভুলকে!
কার সাথে হায় তুল করো গো
এই আমি অতুলকে..?
মন্তব্য করুন