প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২
খান মোঃ আল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাগেরহাট জেলার স্মার্ট ফকিরহাটের অংশ হিসেবে অনলাইন সংবাদ প্রচারের মাধ্যমে উপজেলার সংবাদ সহ দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া ও সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সকল অনলাইন সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট ফকিরহাট অনলাইন প্রেসক্লাবের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৮টায় অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সকলের সম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খান মোঃ আল-আউয়াল(মনি) [ফেয়ার নিউজ সেন্টার- FNS / দৈনিক তথ্য/ নয়া দিগন্ত/আইওন টিভি], সহ-সভাপতি শেখ ওবায়েদ হাসান রনি (দৈনিক প্রবর্তন/ফকিরহাট নিউজ ২৪.কম) ,এ্যাড. বখতিয়ার মোড়ল (আমার একুশ/মানবজমিন), নাজমুল হুদা (শিক্ষা বার্তা ডট কম), ফটিক ব্যানার্জী (দৈনিক ইত্তেফাক), সাধারন সম্পাদক শেখ সৈয়দ আলী [দৈনিক সময়ের খবর/সম্পাদক ২৪ ঘন্টা আপডেট নিউজ/মফস্বল সম্পাদক ফকিরহাট নিউজ ২৪.কম/প্রকাশক শ্যামলীমা নিউজ.কম]। যুগ্ন সাধারন সম্পাদক বিজন কুমার দেওয়ান(নতুন সকাল/ফকিরহাট নিউজ-২৪) যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ(ফকিরহাট অনলাইন প্রেসক্লাব নিউজ গ্রুপ), সাংগঠনিক সম্পাদক শেখ শাহিন উদ্দিন(জনি)[দৈনিক নাঙ্গলকোট/ফকিরহাট নিউজ ২৪.কম], সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাকীম বিল্লাহ(ফকিরহাট নিউজ ২৪), অর্থ বিষয়ক সম্পাদক রামিম চৌধুরী(খুলনা- এখন টেলিভিশন), সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ(দৈনিক গনকন্ঠ), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ আরিফুল ইসলাম(তাজা খবর), সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাসেল আকন(আজকের খুলনা/ফকিরহাট প্রেসক্লাব নিউজ গ্রুপ), দপ্তর সম্পাদক মোঃ কাজী সোহরাব হোসেন (দৈনিক রুপসা), সহ-দপ্তর সম্পাদক মোঃ ডালিম শেখ(সোনালী কন্ঠ), সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয় সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম(দৈনিক আলোকিত পত্রিকা/সময় নিউজ বিডি/প্রকাশক ২৪ ঘন্টা আপডেট নিউজ), ধর্ম বিষয় সম্পাদক শেখ আবু বক্কর (টাইম বিডি ২৪ /আই এ বি নিউজ), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান( দৈনিক রুপসা বার্তা) কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার রিফাত(অনলাইন নিউজ), মেহেদী হাসান নয়ন(অনলাইন নিউজ), বাপন দত্ত(সম্পাদক – শ্যামলিমা নিউজ.কম) ও আমিরুল ইসলাম শামীম(বিডি এক্সপ্রেস)।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন, ওমর ফারুক (ফকিরহাট নিউজ ২৪.কম), খান জিবাদুল হাসান(দক্ষিন অঞ্চল ২৪), মোঃ তারেক শেখ(দৈনিক রুপবানী), জুবায়ের ফরাজী(দৈনিক তৃতীয় মাত্রা), জামিল শেখ (দৈনিক শতবর্ষ), খালিদ হাসান(দৈনিক দক্ষিণের ক্রাইম), এস বাদশা শেখ(আগামীর নিউজ), নাজমুল হুদা(আমার একুশ)। উক্ত কমিটির নেতৃবৃন্দ অনলাইনের মাধ্যমে বাগেরহাটের ফকিরহাট তথা পুরো দক্ষিন-পশ্চিমাঞ্চলের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পাশাপাশি সকলের প্রতি সার্বিক সহযোগীতা কামনা করেছেন। উক্ত কমিটির মেয়াদ পাঁচ বছর পর্যন্ত স্থায়ী থাকবে।