
আব্দুল আউয়াল,ফকিরহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বালিয়াডাংঙ্গা এলাকায় গতকাল রাতে রুমা বেগম(২৩) নামের এক সন্তানের জননী স্বামী ও শাশুরীর নির্যাতনের শিকার হয়ে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ভুক্তভুগী রুমা বেগম এ প্রতিবেদকে জানান – তার স্বামী অন্য নারীর সংঙ্গে সম্পর্ক রয়েছে। সেই নারীকে তাদের নিজ বাড়িতে রাখার পার নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। যার কারনে প্রায় আমাকে মারধর করে এবং মেরে ফেলার জন্য গলাচেপে ধরে এবং বলে তুই মরতে পারিস না তুই আমার বাড়ি ছাড়। শুধু আমার একটি পুত্র সন্তান রয়েছে তার মুখের দিকে সব নির্যাতন শয্য করে আসছি। স্থানীয় সূত্রে জানা যায় বালিয়াডাংঙ্গা এলাকার আনোয়ার এর পুত্র আলমগীর (২৫) এর সাথে ৫ বছর পূর্বে ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা দেওয়া পাড়া এলাকার ভ্যান চালক বাবুল হাওলাদেরর কন্যা রুমার বিবাহ সম্পন্ন হয়। বিবাহর কিছু দিন পর থেকে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে স্বামীর পরিবার এ বিষয়ে ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তিরা একাধীকবার শালিশ বৈঠক হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে স্বামী আলমগীর এর কাছে জানতে চাইলে তিনি বলেন – আমি আমার স্ত্রীকে মারধর করিনি সে তার মায়ের সাথে তার বাপের বাড়িতে গেছে। হাসপাতালে ভর্তি আছে সে বিষয়ে জানতে চাইলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেননী।