
আব্দুল আউয়াল,ফকিরহাট(বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে নতুন করে আরও ১৩ জন সহ মোট করোনা সনাক্ত হয়েছে ১১১জন। তার মধ্যে মোট ৫জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। নতুন সনাক্তরা হলেন আট্টাকী, সাতশৈয়া, মানসা, বাহিরদিয়া, মূলঘর, পিলজংগ ও মাসকাটা এলাকার বাসিন্দারা। এর মধ্যে একজন স্বাস্থ্যকর্মী, একজন উপসহকারি কৃষি কর্মকর্তা ও পরিত্রান ক্লিনিকের পরিচালক মোস্তফা শেখ রয়েছেন। উল্লেখ্য, ফকিরহাটে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে তবুও সচেতন হচ্ছেনা অধিকাংশ মানুষ। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দারের সাথে কথা হলে তিনি বলেন,পরিস্থিতি এখনো স্বাভাবিক হতে সময় লাগবে। বিনা কারনে কেউ যেন বাইরে ঘুরাঘুরি না করে। সকলকে ঘরে থাকার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।