প্রকাশিত: জুন ২১, ২০২০
আব্দুল আউয়াল,ফকিরহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
ফকিরহাট থানা স্বাস্থ্য কেন্দ্রের প্রথম স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডা: উপেন্দ্রনাথ পাল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় গতকাল বিকাল ৫টায় ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দিরে মন্দির কমিটির সভাপতি তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রার্থণা সভায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির উপদেষ্টা দাশ শিশির কুমার, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক মনোতোষ রায়, কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক প্রশান্ত মদক বাবু, বিধান সাহা, গোবিন্দ কুন্ড্রু,শ্যামল কুমার ঘোষ, অশোক কুমার ঘোষ. নির্মল দাস সহ কেন্দ্রীয় মন্দির ও উপজেলা পূজা পরিষদের নেতৃবৃন্দ। প্রার্থণা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত নিত্যানন্দ চক্রবর্তী। অপর দিকে তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি স্বপন দাশ, হেলাল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ৪নং ফকিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সম্পাদক শিরীনা আক্তার, ফকিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পদক শেখ হারুন আর রশিদ, ডা: অরবিন্দু পাল মনি , রতন কৃষ্ণ রায়. সত্যরঞ্জন চক্রবর্তী প্রমুখ।