প্রকাশিত: জুলাই ২২, ২০২০
আব্দুল আউয়াল,ফকিরহাট(বাগেরহাট)প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে উপজেলার সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। “মাছ উৎপাদগন বৃদ্ধি করি’ ‘সূখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে তুলে ধরে বুধবার বেলা ১১টায় সরকারি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ পারভীন, ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, সহকারি মৎস্য অফিসার সিরাজুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিষ কুমার হালদার, ক্ষেত্র সহকারি অর্নব বিশ্বাস, প্রভাষক অঞ্জন দে, অফিস সহকারি মেজবাহ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের লিফগন উপস্থিত ছিলেন।