প্রকাশিত: জুন ১৬, ২০২০
ফকিরহাট(বাগেরহাট)প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার অভিযোগে মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন অত্র গ্রামের ভুক্তভোগী মোসা: নাজমা বেগম। এছাড়াও প্রতিপক্ষদের হুমকির অভিযোগে নাজমা বেগম নিজ বাদী হয়ে সংশ্লিষ্ট মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। ভুক্তভোগী পরিবার ও প্রাপ্ত অভিযোগের সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, কামটা গ্রামের মৃত ফজর শেখের কন্যা ও মো: আ: কুদ্দুসের স্ত্রী নাজমা বেগমের সাথে শহিদ শেখ ও ফাইজুল শেখ গংদের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র ১০জুন সন্ধ্যায় স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় গন্যমান ব্যক্তিরা মিলিত হয়ে একটি শালিশী বৈঠক বসে। শালিশী বৈঠক থেকে জনপ্রতিনিধিরা চলে যাওয়ার পর প্রতিপক্ষরা উক্ত নাজমা বেগমের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছে। সে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিথসা গ্রহন করেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজ বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ্য করে মডের থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এছাড়াও অব্যাহত হুমকির ফলে জান ও মালের ক্ষতির আশংকায় নাজমা বেগম থানায় একটি সাধারন ডায়েরি করেন বলে তিনি জানিয়েছেন।