প্রকাশিত: জুলাই ৫, ২০২০
আব্দুল আউয়াল,ফকিরহাট(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কামটা গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন জাহানারা বেগম (৫৫) নামের এক গৃহপরিচালিকা। তিনি ৪জুলাই রাত সাড়ের ৮টার দিকে মারা গেছেন বলে মৃতের পরিবার জানিয়েছেন। তিনি ঢাকাস্থ একটি বাসায় গৃহপরিচালিকার কাজ করতেন। তার মাতার মৃত্যুর সংবাদ পেয়ে ২৭জুন বাড়ীতে আসেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার জানিয়েছেন যিনি মারা গেছেন তার জ্বর, সর্দি ও গা ব্যথা ছিল। তার ১জুলাই নমূনা সংগ্রহ করেছেন। যার ফলাফল এখনও এসে পৌছাইনি। ৫জুলাই সকাল সাড়ে ১০টায় মৃতের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্যাদী সম্পন্ন করেছেন ফকিরহাট ইসলামী ফাউন্ডশনের স্বেচ্ছাসেবক দল। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে তার বাড়ীতে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজি মো: মহসিন, মৌভোগ পুলিশ ক্যাম্প পুলিশ প্রমূখ। উল্লেখ্য, এরপূর্বে ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন ডাক্তার ও একজনচা বিক্রেতা। অত্র উপজেলায় এ পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ৫০জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৩জন।