প্রকাশিত: জুন ২১, ২০২০
আব্দুল আউয়াল,ফকিরহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকী গ্রামে করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়িতে জেলা প্রশাসনের উপহার সামগ্রী পৌছে দিলেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু। শনিবার বিকেলে ইউপি সদস্য শহিদুল ইসলাম ও গ্রাম পুলিশের সহায়তায় তিনি এ উপহার পৌছে দেন। এ সময় সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু জানান- করোনায় আক্রান্ত ব্যক্তিদের আবহেলা করার কোন সুযোগ নেই। সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের সকল সুযোগ-সুবিধা আমাদেরই দেখতে হবে। তাই সর্বদা করোনায় আক্রান্ত ব্যক্তিদের সামাজিক ভাবে সকল সহায়তা দেওয়ার আহবান জানান তিনি। এছাড়াও করোনা পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু।