৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:৪৭

ফকিরহাটের মেম্বারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১

  • শেয়ার করুন

আব্দুুল আউয়াল, ফকিরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদরের ব্রাহ্মণরাকদিয়া গ্রামের ওয়ার্ড মেম্বার জগলুল হায়দার বাবুর বিরুদ্ধে গভীর নলকূপ দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফকিরহাট সদর ইউনিয়নের ৭ নং ইউপি সদস্য জগলুল হায়দার বাবু গভীর নলকূপ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে । গত এক বছর আগে গভীর নলকূপ দেয়ার কথা বলে উক্ত গ্রামের জাহানারা আক্তার কনা’র কাছ থেকে ২০ হাজার টাকা গ্রহণ করে। টাকা নেয়ার পর থেকে কণাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করেন কিন্তু নলকূপ দেয়নি।

নলকূপ বিড়ম্বনা থেকে রেহাই পেয়ে টাকা ফেরত পাওয়ার জন্য জাহানারা আক্তার কনা ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেছেন। এ ব্যাপারে ইউপি সদস্য বাবুর সাথে তাঁর মুঠোফোনে আলাপ করলে তিনি টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন