১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:২৯

পাইকগাছায় সুজানা হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২০

  • শেয়ার করুন

মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছাঃ

পাইকগাছায় গৃহবধু সুজনা আক্তার হত্যার অভিযোগ ও বিচারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ড বাসির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মেইন রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তরা হত্যাকারীর বিচারের আওতায় এনে ফাঁসী দাবী করেন।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র আসমা আহম্মেদ, বাবর আলী সরদার, মোঃ আলমগীর হোসেন, কেষ্টপদ মন্ডল, আব্দুল আজিজ, সাথী মন্ডল, শেফালী বেগম, জায়রুল বেগম, মোঃ আবুল গাজী, আসমা বেগম, স্বপ্না, গোলাম মোস্তফা, ছলেমান সরদার প্রমুখ।

উল্যোখ্য গত শুক্রবার গলায় ওড়না পেঁচিয়ে বারোই ডাঙ্গার রবিউলের স্ত্রী সুজনা আক্তার আত্মহত্যা করে। এটি হত্যা না আত্নহত্যা সেটি নির্ধারনের জন্য থানার ওসি সুরত হাল রিপোট শেষে পোষ্টমডেমের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মৃতের পিতা মাতা বলছে জামাই রবিউল আমার মেয়েকে মারধর করে গলায় রশিদিয়ে টানিয়ে দিয়েছে। ওসি এজাজ শফি জানান এটি হত্যা কি আত্নহত্যা পোষ্টমডেম রিপোট আসলে বিস্তারিত জানা যাবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন