২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:১০

পাইকগাছায় জুয়ার আসর থেকে আটক ৬

প্রকাশিত: জুন ৯, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছায় মাদক দ্রব্য উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার চেঁচুয়া গ্রামে। এ ঘটনায় পাইকগাছা থানার এস,আই কামরুজ্জামান বাদী হয়ে জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, পাইকগাছা থানা পুলিশ রবিবার রাতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে বোয়ালিয়া নামক স্থানে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া গ্রামের মতলেব গাজীর বাড়ীতে অভিযান চালায়। এ সময় তার বাড়ীর একটি কক্ষে জুয়াড়ীরা জুয়া খেলছিল। পুলিশের এস, আই কামরুজ্জামান, এএসআই সাজ্জাত, এএসআই রোকনুজ্জামান সহ থানা পুলিশের একটি দল তার বাড়ীর কক্ষ থেকে ছফর গাজীর ছেলে মতলেব গাজী, মৃত পাগলা গাজীর ছেলে এরশাদ গাজী, জয়নাল মিস্ত্রীর ছেলে আল-আমিন মিস্ত্রী, কাশেম দফাদারের ছেলে সোহরাব দফাদার ইমান দপ্তরীর ছেলে রেজাউল দফাদার ও মতলেব গাজীর ছেলে আসলাম গাজীকে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার করে। ওসি এজাজ শফী জানিয়েছেন, মাদকদ্রব্য অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং সোমবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত মামলায় পাঠানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন