১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১:২৫

পাইকগাছায় ছাত্রের মাকে যৌন নিপীড়ন করার অভিযোগে থানায় মামলা : আটক ১

প্রকাশিত: জুন ১০, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ খুলনার পাইকগাছা ছাত্রের মাকে যৌন নিপীড়ন করার অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামী মোঃ মেহেরুল্লাহ শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায় সাতক্ষীরা জেলার তালা উপজেলা খলিলনগর গ্রামের মৃত একিম শেখের ছেলে মোঃ মেহেরুল্লাহ শেখ সাতক্ষীরা জেলার তালা উপজেলার এ/ পি সাং নগর শ্রীরামপুর আরশাদের বাড়ির ভাড়াটিয়া। মীর ইয়াসিন স্ত্রী রুপালী বেগমের ছেলে মোঃ মেহেদী হাসান পাইকগাছা থানাধীন নাসিরপুর রেজাকপুর বাইতুলনুর আয়েশা কওমি মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করে। তারই সুবাদে অন্যদিনের ন্যায় অদ্য ইং ৯/৬/২০২০সকাল আনুমানিক ৯ঃ৩০মিনিটে ছেলের খোঁজ খবর নিতে ছাত্রের মা রুপালী বেগম উক্ত মাদ্রাসায় পৌঁছালে অফিস কক্ষে প্রবেশ করলে আসামি অফিস কক্ষের দরজা বন্ধ করে রুপালি বেগমকে জোরপূর্বক হাত ধরে টেনে হিচড়ে উক্ত মাদ্রাসার শিক্ষক মেহেরুল্লাহ রূপালী বেগম কে অবৈধ যৌন কামনা চারিতার্থ ও শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ কাতর অঙ্গে হাত ও যৌণ নিপীড়ন করে। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে। যার নং ১১ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন।
পাইকগাছা থানার ওসি এজাজ শফি জানান, অভিযোগের ভিত্তিতে আসামীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন