মোহাম্মদ সজল রহমান:: তোমার বিষণ্নতয় মুগ্ধ প্রাণ এক – দুরু দুরু করে কেঁপে যাওয়া অশান্ত প্রদীপ আমি চিলে কোটার ঘরে ঘুমহীন জোৎস্না দেখি
নক্ষত্রের রাত আরো গভীর হয়। জোনাকিরা শান্ত প্রাণ নিয়ে গেয়ে যায় গান দল ছুটের গান, মৃদু আলোর গান।
পৌষের শেষ দিকের এক রাতে অবাক জোৎস্না- নক্ষত্রের সাথে আলাপচারিতায় বলে , কত আলোক বর্ষ দূর থেকে আলো দিয়ে যায়, তুমি কি উষ্ণতা অনুভব করো না! নাকি আমায় দেখে মনের ক্ষুদা মেটাও? পান করো আমার জোৎস্না রাতের পর রাত।
উত্তরে শুধুই একচিলতে হাসি ছাড়া কি বা দেবার ছিল। শুধু বলে যায় জোৎস্নায়- কি এক মায়ায় ডুবে , ভালবাসার পঙ্কক্তি মাল্য গলে পরে দেখিলাম তোমায় “নক্ষত্রের রাত “