২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:১৩

শিরোনাম
সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, স্থগিত বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে: প্রধানমন্ত্রী খুলনা মহানগরীর নতুন রাস্তা, জিরোপয়েন্ট ও শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ কেএমপি খুলনার অফিসার্স মেসের উদ্বোধন করেন আইজিপি খুলনায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনা জেলা আ’লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কয়রায় মহসিন রেজা, ডুমুরিয়ায় এজাজ ও পাইকগাছায় আনন্দ চেয়ারম্যান নির্বাচিত খুলনায় নির্বাচন পরবর্তী সহিংসতা বিষয়ে সংবাদ সম্মেলন ফেরদৌস আহম্মেদ’র প্রধানমন্ত্রী গরিব-দু:খী মানুষের ভাগ্যের উন্নয়ন করে চলেছেন-কেসিসি মেয়র

দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হলেন ওসি আশরাফুল

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : বিশেষ অবদানের জন্য বাগেরহাটের রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম আশরাফুল আলম দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। শনিবার (৯ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকে এ সম্মানে ভূষিত করেছেন।

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি’র আয়োজনে এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদাণ করা হয়। শনিবার বেলা ১১টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের অডিটোরিয়ামে ৪৪তম বার্ষিক সাধারণ সভায় সারাদেশের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম আশরাফুল আলমকে পুরষ্কারে ভূষিত করার পর মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই পদক আপনার মেধা ও কাজের যোগ্যতার মাধ্যমে অর্জন করেছেন।

আগামী দিনে আপনি ব্যক্তিগত জীবনে ও কর্মস্থলে নিজেকে আরো উন্নতিসাধন করবেন। আল্লাহপাকের কাছে আপনার জন্য দোয়া করি। এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগের উর্ধতন পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্মাননা পেয়ে এসএম আশরাফুল আলম বলেন, কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে যে মূল্যায়ন করা আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আর এ সম্মাননা আমার আগামী দিনের পথচলা ও ভবিষ্যৎ কর্মদক্ষতা অর্জনে আরো বেশি সহায়ক হবে বলে আমি আশা করি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন