৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:২৭

শিরোনাম
নতুন ঠিকাদার করবে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ খুলনায় শেখ হাসিনার চাচাতো ভাইসহ ৬ জনের নামে মামলা বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা বন্যা কবলিত এলাকায় ফিল্ড ও ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে নৌবাহিনীর চিকিৎসা সেবা প্রদান পাইকগাছায় দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী নৌবাহিনী কর্তৃক পাইকগাছায় বন্যা দূর্গতদের মাঝে চিকিৎসা ও ত্রাণ বিতরণ অব্যাহত ফেনীতে চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযানে নৌবাহিনী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাবেক মন্ত্রী রুহুল হক, সাবেক এসপি মঞ্জুরুলসহ ৮০ জনের নামে হত্যা মামলা

দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হলেন ওসি আশরাফুল

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : বিশেষ অবদানের জন্য বাগেরহাটের রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম আশরাফুল আলম দেশসেরা শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। শনিবার (৯ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকে এ সম্মানে ভূষিত করেছেন।

কমিউনিটি পুলিশিং ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি’র আয়োজনে এ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদাণ করা হয়। শনিবার বেলা ১১টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের অডিটোরিয়ামে ৪৪তম বার্ষিক সাধারণ সভায় সারাদেশের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,এম আশরাফুল আলমকে পুরষ্কারে ভূষিত করার পর মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই পদক আপনার মেধা ও কাজের যোগ্যতার মাধ্যমে অর্জন করেছেন।

আগামী দিনে আপনি ব্যক্তিগত জীবনে ও কর্মস্থলে নিজেকে আরো উন্নতিসাধন করবেন। আল্লাহপাকের কাছে আপনার জন্য দোয়া করি। এ সময় বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগের উর্ধতন পুলিশ কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্মাননা পেয়ে এসএম আশরাফুল আলম বলেন, কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে যে মূল্যায়ন করা আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর উপর চিরজীবন কৃতজ্ঞ থাকবো। আর এ সম্মাননা আমার আগামী দিনের পথচলা ও ভবিষ্যৎ কর্মদক্ষতা অর্জনে আরো বেশি সহায়ক হবে বলে আমি আশা করি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন