৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ২:১৮

দিঘলিয়ার সেনহাটি বৃহস্পতিবার হতে লকডাউন

প্রকাশিত: জুন ৯, ২০২০

  • শেয়ার করুন

মোঃ বিয়েল শেখঃ খুলনা জেলার দিঘলিয়ার উপজেলার সেনহাটি ইউনিয়নকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১১ জুন) সেখানে লকডাউন কার্যকর হবে। খুলনা জেলা করোনাভাইরাস সংক্রমণ রোধে গঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার (০৯ জুন) দুপুরে সার্কিট হাউজে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার ও খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা উপিস্থত ছিলেন। এছাড়া সভায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হন খুলনা করোনাভাইরাস প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ কামাল হোসেন। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মাহবুবুল আলম বলেন, সেনহাটিতে এ পর্যন্ত ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন, সুস্থ্য হয়েছেন একজন ও বাকি ১৯ জন চিকিৎসাধীন আছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন