২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:০৯

ডুব

প্রকাশিত: জুলাই ১৯, ২০২০

  • শেয়ার করুন
সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্মরণে ইবি অধ্যাপক মুন্সী মর্তুজা আলী::

জলে ডুবিনি ডুববো জলে ভালবাসা বাঁধা তীরে প্রেমের মালা পরাবো আমি তোমার গাঙে উড়ে,

মেঘ যখন জল হয় জলে ভাসা প্রেমে পড়ে তখন কি আর অভিমানে জল থাকতে পারে দূরে?
ওগো যতই কর অভিমান যতই রাখো রাগ অন্তরে আগুন পেলে মোমের মত জ্বলে যাবে যে সব পুড়ে,
যতদিন জীবন আছে সবুজ এই বিশ্ব ভরে ততদিন দেখব তোমায় আকাশ বাতাস ঘুরে,
পানির জলে ডুবলে হারে প্রেমের জলে না রে মেঘের জলে বৃষ্টি যখন তখন উঠবো নীড়ে,
তুমি যখন বৃষ্টি হয়ে আসবে আমার ঘরে সাগর ভেবে নেব টেনে জল যাবে না মরে!
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন