১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:৫৩

শিরোনাম

খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে, একদিনে রেকর্ড শনাক্ত ৩৫ জন

প্রকাশিত: জুন ১১, ২০২০

  • শেয়ার করুন

খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা জুড়ে চলছে করোনার প্রকোপ। আতঙ্কিত মহানগরসহ খুলনা জেলার মানুষ।

আজও খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ৩৫ জন। এছাড়া ঝিনাইদহ ০২ ,মাগুরা ০১ ও সাতক্ষীরা ০১ জন রয়েছেন।খুলনা একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত।

আজ রাতে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা ৩০৭ ছাড়িয়েছে। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা.মেহেদী নেওয়াজ জানান, আজ (১১ জুন) বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হ‌য়ে‌ছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১৬৮টি। এদের মধ্যে মোট ৩৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
যার মধ্যে ৩৫ জন খুলনা জেলার। বাকিরা মাগুরা ও সাতক্ষীরা জেলার।

খুমেকের ল্যাবে শনাক্ত হওয়া ৩৯ জনের মধ্যে রয়েছেন- গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ বছরের একজন তরুণ চিকিৎসক, দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের ৪৫ বছরের একজন নারী, ৩০ বছরের এক নারী, ২৮ বছরের এক যুবক, ৩৫ বছরের এক নারী, ১৩ বছরের এক ছেলে ও ৬০ বছরের এক বৃদ্ধ, দিঘলিয়ার ফরমাইশখানার ৪০ বছরের এক নারী, তেরখাদা উপজেলার রামমাজনি এলাকার ২৪ বছরের এক তরুণী, নগরীর ২২ বছরের এক তরুণী, ৪৫ বছরের এক ব্যক্তি, ৬৬ বছরের এক বৃদ্ধ, বয়রা এলাকার ৬০ বছরের এক বৃদ্ধ, সোনাডাঙ্গা এলাকার ২২ বছরের এক তরুণ, সোনাডাঙ্গা এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ, বয়রা এলাকার ৪২ বছরের এক ব্যক্তি, ৫২ বছরের এক ব্যক্তি, দৌলতপুর পাবলা এলাকার ৩৫ বছরের এক ব্যক্তি, খুলনা জেলা কারাগারের তিনজন- তাদের বয়স ৩০, ৩২ ও ৩২, খুলনা মেট্রোপলিটন পুলিশের ছয়জন- তাদের দুজনের বয়স ৪৪ ও ৩৭ তবে বাকি চারজনের বয়স সম্পর্কে জানা যায়নি, রূপসা উপজেলার রাজাপুরের ৪৮ বছরের এক নারী, নগরীর দৌলখোলা এলাকার ৬৫ বছরের এক বৃদ্ধ, নিরালা এলাকার ৪০ বছরের এক ব্যক্তি, নগরীর ফারাজিপাড়া এলাকার ৫২ বছরের এক ব্যক্তি, ডুমুরিয়া উপজেলার ২৪ বছরের এক তরুণ, ইসলামী ব্যাংক হাসপাতালের ৪০ বছরের একজন, দাকোপের পানখালি এলাকার ৪০ বছরের একজন ও ৩০ বছরের একজন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন