১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:৫৪

কপিলমুনি সদরে সরকারী রাস্তার জায়গা দখল করে বসতঘর নির্মানের অভিযোগ

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২০

  • শেয়ার করুন

কপিলমুনি প্রতিনিধিঃ

খুলনার বানিজ্যিক উপশহর কপিলমুনি যখন পৌরসভা গঠন প্রক্রিয়ায় ব্যাস্ত ঠিক সেই সময় বাজারের কাঠগোলায় অবস্থিত সরকারী রাস্তার জায়গা ব্লক করে বসতঘর নির্মানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েছে স্থানীয় এলাকাবাসী। সরকারী ঐ রাস্তা সংলগ্ন জমি মালিকগন এ বিষয়ে ব্যাবস্থা গ্রহনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে প্রতিকার চেয়েছেন।

স্থানীয় জমি মালিক মনজিলা খাতুনের লিখিত অভিযোগে জানাযায়, কপিলমুনি সদরের কাঠগোলা সংলগ্ন এস এ খতিয়ানের ৫ দাগে উক্ত রাস্তাটি এতোদিন উন্মুক্ত থাকলেও সম্প্রতি কিছু অতিলোভী ব্যাক্তিগন রাস্তাটির কিছু অংশ দখল করে কাঠের ঘর, দোকান ও এক পর্যায় বসবাস শুরু করে। এরই ধারাবাহিকতায় জনৈক নিজাম গাজীও সেখানে বসবাস শুরু করে। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন প্রথমে বাঁধা প্রদান করলে ধুর্ত নিজাম গাজী নিজেকে ভুমি অফিস সহ সংশ্লিষ্টদের নাম জাহির করে দখল বজায় রাখে এবং পরবর্তীতে সুকৌশলে ঘর পাকা করনের কাজ অব্যাহত রেখেছে।

অভিযোগ উঠেছে, নিজামের স্ত্রী স্থানীয় তহশিল অফিসে রান্না করার সুবাদে সংশ্লিষ্ট তহশিলদার সহ উর্ধতন কর্তৃপক্ষের নাম ভাঙ্গিয়ে বর্তমানে উক্ত ৫ দাগের সরকারী রাস্তা ব্লক করে পাকা ঘর নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। যা পৌরসভা কেন্দ্রীক গুরুত্বপূর্ণ রাস্তা হিসাবে ভুমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা।

এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন মনজিলা। এরপর নির্বাহী কর্মকর্তা অভিযোগের বিষয়টি সরেজমিন গিয়ে বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহনের জন্য সার্ভেয়ারকে নির্দেশ প্রদান করেন। কিন্তু নিজাম গাজীর ঘর নির্মান কাজ বন্ধ হয়নি। বরং স্থানীয় ভুমি অফিস, এসিল্যান্ড অফিস সহ সংশ্লিষ্টদের দোহায় দিয়ে তার চলমান কাজ অব্যাহত রেখেছে নিজাম। এমতাবস্থায় বাজার কেন্দ্রীক গুরুত্বপূর্ণ এ রাস্তাটি উন্মুক্ত করতে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন