২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৪:৪৫

কপিলমুনি বিনোদগঞ্জ পৌরসভা গঠনের জন্য প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা আহবান

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, কপিলমুনি প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছা উপজেলার বানিজ্যিক নগরী ঐতিহ্যবাহী কপিলমুনিকে পৌরসভা গঠনের লক্ষে সরকারের গৃহীত সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে কপিলমুনিবাসী। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের পক্ষ থেকে নির্দেশনা জারী করা হয়েছে।

যা বাস্তবায়নের লক্ষে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় প্রাথমিকভাবে মতবিনিময় সভার আহবান করেছে। এ লক্ষে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সকলের জ্ঞাতার্থে এক পত্রে আগামী ২৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় কপিলমুনি ইউনিয়ন ভুমি অফিসে এক মতবিনিময় সভার আহবান করেন।

উল্লেখ্য, দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বানিজ্যিক কেন্দ্র কপিলমুনিকে পৌরসভা ঘোষনা ও এর বাস্তবায়ন নিয়ে এলাকার মানুষ দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে। এরই প্রেক্ষিতে সর্বশেষ সরকারীভাবে উদ্যোগ গ্রহণ করা হয়। জানাগেছে, কপিলমুনির প্রতিষ্ঠাতা দানবীর স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর নামানুসারে কপিলমুনিকে বিনোদগঞ্জ পৌরসভা নামে গঠন করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন