প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২০
এ কে আজাদ, কপিলমুনিঃ
বিশিষ্ট শিক্ষাবিদ ও হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ ও ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কপিলমুনি কলেজের সাবেক অধ্যক্ষ, মোঃ শহর আলী গাজী (৮৫) বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি আইসিইউ তে চিকিৎসাধীন ছিলেন।
গুনি ও সকলের শ্রদ্ধা ভাজন শিক্ষকের মৃত্যুতে তাৎক্ষণিক এলাকার শিক্ষক, সহকর্মী, ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
গুনি শিক্ষকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক সংগঠন, শিক্ষক, ছাত্রছাত্রী, শুভাকাঙ্ক্ষী অসংখ্য মানুষ।
তিনি মৃতকালে ১ কন্যা সন্তানের জনক ছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর প্রিয় প্রতিষ্ঠান কপিলমুনি কলেজ মাঠে জানাযা অনুষ্ঠিত হবে। সকলকে জানাযায় শরিক হতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।