প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১
এ কে আজাদ, কপিলমুনিঃ
খুলনার কপিলমুনিতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) আল আরাফাহ ইসলামী ব্যাংকের কপিলমুনিস্থ হাজী মকসেদ আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে হাফেজ মুহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ সামসুুল আলম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনিবান লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জিএম আসলাম হোসেন, প্রবাসী দিগন্তের বার্তা সম্পাদক শেখ সেকেন্দার আলী, কপিলমুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এ কে আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কপিলমুনি আল-আরাফাহ এজেন্ট ব্যাংকে কর্মরত সৌরভ ঘোষ, গোলাম রব্বানী, মোঃ আহসান উল্লাহ, মোঃ সেলিম সরদার, মোঃ রুহুল কুদ্দুস। এসময় বিভিন্ন এলাকা থেকে উপস্থিত ১৫ জন অসহায় দরিদ্র পুরুষ ও নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।